শাহবাগে জুলাই স্তম্ভ, পতনের ইতিহাস গেঁথে রাখা এক স্মারক
শাহবাগ মোড়ে স্থাপিত `জুলাই স্তম্ভ`- আজ ভোর থেকেই মানুষের ঢল নেমেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন এই প্রতীকী স্তম্ভে, যা সামরিক শাসনের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ ও গণঅভ্যুত্থানের স্মারক হিসেবে গণ্য হচ্ছে।