মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২, ১৫ জুলাই ২০২৫

শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল

শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের নির্লিপ্ততায় ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন সংগঠনটির কয়েক হাজার নেতাকর্মী, যার ফলে ওই গুরুত্বপূর্ণ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এর আগে বিকেল ৪টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিকেল ৫টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানেই তারা অবস্থান কর্মসূচি শুরু করে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান। তারা সরকারকে অবিলম্বে দেশজুড়ে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান এবং এই অবস্থাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও গণবিচ্ছিন্ন সরকারের ব্যর্থতা’ বলে আখ্যায়িত করেন।

তারা আরও বলেন, ‘দেশব্যাপী একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে, যা জনগণের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ