শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের নির্লিপ্ততায় ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন সংগঠনটির কয়েক হাজার নেতাকর্মী, যার ফলে ওই গুরুত্বপূর্ণ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এর আগে বিকেল ৪টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিকেল ৫টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানেই তারা অবস্থান কর্মসূচি শুরু করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান। তারা সরকারকে অবিলম্বে দেশজুড়ে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান এবং এই অবস্থাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও গণবিচ্ছিন্ন সরকারের ব্যর্থতা’ বলে আখ্যায়িত করেন।
তারা আরও বলেন, ‘দেশব্যাপী একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে, যা জনগণের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।