শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১২ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ২৮ আগস্ট ২০২৫

ডিআরইউতে গোলটেবিল বৈঠকে হামলায় ডিআরইউর নিন্দা

ডিআরইউতে গোলটেবিল বৈঠকে হামলায় ডিআরইউর নিন্দা
ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে বৃহস্পতিবার একদল বহিরাগত হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া ওই ব্যক্তি দল সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাবেক সচিব আবু আলম শহীদ খানসহ কয়েকজন বক্তাকে অনুষ্ঠানস্থলে অবরুদ্ধ করে রাখে।

ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন ডিআরইউ নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মান্নান মারুফ, সদস্য আসিফ শওকত কল্লোল, সৈয়দ মাহবুব মোর্শেদসহ কয়েকজন নাজেহাল হন।

ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, ডিআরইউ সবার জন্য উন্মুক্ত একটি প্রতিষ্ঠান, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখা হয়। কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ডিআরইউর পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয় না। তবে এ ঘটনার আগে বুধবার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অনুষ্ঠানের বিরুদ্ধে হুমকিমূলক প্রচারণা চলছিল। সে অনুযায়ী শাহবাগ থানাকে অবহিত করা হয় এবং বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ ডিআরইউ প্রাঙ্গণে দায়িত্ব পালন করে।

বিবৃতিতে বলা হয়, উন্মুক্ত ওই অনুষ্ঠানে হঠাৎ করে একদল ব্যক্তি প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। ডিআরইউ নেতৃবৃন্দ এবং সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ এসে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আবদুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেয়।

নেতৃবৃন্দ বলেন, চলমান বা অতীত কোনো রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ডিআরইউ কখনোই মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেয়নি। ছাত্র-জনতার জুলাই বিপ্লবের সময়েও সবাই এখানে কথা বলার সুযোগ পেয়েছেন, এমনকি সেই সময়কার নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত অনেকেই এখানে বক্তব্য রেখেছেন। প্রতিষ্ঠার পর থেকে ডিআরইউ একটি নিরপেক্ষ ও উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে দল-মত-পথ নির্বিশেষে সবার কথা বলার অধিকার ছিল। ভবিষ্যতে এ ধারা ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ডিআরইউ।

সম্পর্কিত বিষয়: