নিজ দেশের নাগরিক ও রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

বাংলাদেশ সীমান্তে ভারত নিয়মিতভাবে পুশব্যাক করছে এবং এই প্রক্রিয়ায় ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাদেরও বাংলাদেশে ঠেলে দিচ্ছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে বিজিবির ১০৩তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
মহাপরিচালক বলেন, সীমান্তে এই ধরনের কার্যকলাপের বিষয়ে প্রতিবাদ জানিয়ে বারবার ভারতকে অবগত করা হচ্ছে। তিনি আরও জানান, যদি কোনো অবৈধ বাংলাদেশি ভারতীয় ভূখণ্ডে থেকে থাকে, তাদের ফিরিয়ে আনার জন্য নিয়ম মেনে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সীমান্ত পরিস্থিতি ছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিজিবির প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি। জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিজিবি সদস্যদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে নবীন সৈনিকদের উদ্দেশে মহাপরিচালক বলেন, দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে জীবন উৎসর্গ করলেও প্রতিপক্ষের কাছে কোনো নমনীয়তা দেখানো হবে না।
এই ব্যাচের প্রশিক্ষণ শুরু হয় ২৬ জানুয়ারি। ২৪ সপ্তাহের প্রশিক্ষণ শেষে ৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারী প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং শপথ নেন দেশের সীমান্ত রক্ষায় আত্মনিয়োগ করার।
অনুষ্ঠানে নবীনদের সীমান্ত নিরাপত্তা ও দায়িত্ব পালনে নানা দিকনির্দেশনা দেন বিজিবি মহাপরিচালক।