ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম
ফিলিস্তিনগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র একটি জাহাজকে তৎপরতা করায় আটক করা বাংলাদেশি আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ সকল অধিকারকর্মীকে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তাঁর প্রতিষ্ঠান দৃক।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দৃক থেকে প্রাপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো—ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ (The Legal Center for Arab Minority Rights in Israel)—এর বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রিডম ফ্লোটিলা এবং আদালাহর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে আলোকচিত্রী শহিদুল আলমসহ নৌবহরের সকল সাংবাদিক, স্বাস্থ্যসেবা কর্মী, মানবাধিকারকর্মী ও জাহাজের ক্রুকে আশদদ বন্দরে নিয়ে যাওয়া হয় এবং আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদেরকে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জাহাজ দখল করার সময় ফ্লোটিলা অ্যাক্টিভিস্টরা ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন; ফিলিস্তিনিরাও প্রতিদিন একই রকম বা আরও কঠোর সহিংসতার মুখোমুখি হচ্ছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে প্রায় ১০,০০০ ফিলিস্তিনি বন্দি রাখা হয়েছে।
দৃক তাদের বিবৃতিতে সব ফিলিস্তিনি বন্দিদের মুক্তি ও সব ফ্লোটিলা অ্যাক্টিভিস্টের নিঃশর্ত মুক্তির দাবি জানায় এবং বলে—‘ফিলিস্তিন মুক্ত হবেই।’



























