রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা
ডেঙ্গু শনাক্ত ৬৪ হাজার ছাড়ালো

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৫

শুধু অতীত নয়, বর্তমানের দুর্নীতিও থামাতে হবে: জ্বালানি উপদেষ্টা

শুধু অতীত নয়, বর্তমানের দুর্নীতিও থামাতে হবে: জ্বালানি উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দুর্নীতি রোধ করার জন্য আইন প্রণয়ন করা হয়, অথচ এ দেশে আইন ও নীতি নির্ধারণের মাধ্যমেই দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

ফাওজুল কবির জানান, জ্বালানি খাতে দুর্নীতির গঠন ভেঙে দেওয়া হয়েছে। খাতে ৩ দশমিক ২ বিলিয়ন টাকার বকেয়া ছিল, যার বড় অংশ ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে। প্রতিযোগিতা ফিরিয়ে আনা হয়েছে। তেল আমদানির ক্ষেত্রে রিফাইনারি মালিক হওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় ও প্রকল্প বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, রোজার সময় সাধারণত লোডশেডিং দেখা দেয়, তবে এবার তা কম হয়েছে। এটি প্রমাণ করে সঠিক উদ্যোগ নিলে লোডশেডিং হ্রাস সম্ভব। ভবিষ্যৎ সরকার যাতে পরিবর্তন আনতে পারে সে জন্য একটি টেমপ্লেট তৈরি করা হচ্ছে। পাসপোর্ট প্রক্রিয়ায় পুলিশ ভেরিফিকেশন বাতিলের উদাহরণ টেনে তিনি বলেন, এতে দীর্ঘদিনের দুর্নীতি রোধ সম্ভব হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির নীতি প্রণয়নের বিষয়েও তিনি আলোকপাত করেন। তার মতে, দেশে উন্নয়নের উদ্দেশ্যে নয়, বরং দুর্নীতির সুযোগ সৃষ্টি করতে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়। অতীতের মতো বর্তমানের দুর্নীতিও বন্ধ করা জরুরি।

সংলাপে অংশ নিয়ে নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বলেন, জাতীয় নিরাপত্তার মূল শর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা, যা কার্যকর গণতন্ত্র ছাড়া সম্ভব নয়। রাজনীতি ও নির্বাচন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত না করলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। তিনি বলেন, দুর্নীতির মূল চালিকা শক্তি হলো টাকা, আর টাকার খেলা বন্ধ করতে না পারলে কোনো আইনের কার্যকারিতা থাকে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, নিরাপত্তার পাঁচটি মূল দিক রয়েছে রাষ্ট্রীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক ও সামাজিক। তার মতে, মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে রাষ্ট্র অর্থহীন হয়ে পড়ে। নতুন প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা নিরাপত্তার ধারণাকে পাল্টে দিয়েছে। খাদ্য নিরাপত্তা, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর সংবাদও বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান বলেন, দেশে এখনো জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো পূর্ণাঙ্গ কৌশল তৈরি হয়নি। পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সমস্যা, সীমান্ত হত্যা, মাদক ও ছোট অস্ত্রের চোরাচালান এসব বিষয় নিয়ে কার্যকর পদক্ষেপ জরুরি। তার মতে, তথ্যযুদ্ধে বাংলাদেশের সক্ষমতা সীমিত, অথচ আধুনিক কৌশলে প্রতিপক্ষকে মোকাবিলা করার ক্ষমতা গড়ে তুলতে হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র গবেষণা ফেলো সাফকাত মুনির বলেন, জাতীয় নিরাপত্তাকে সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে। সাইবার নিরাপত্তা নিয়ে এখনও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। পরবর্তী সরকারের উচিত একটি টাস্কফোর্স গঠন করে সাইবার নিরাপত্তা, অপ্রথাগত হুমকি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া।

তিনি আরও বলেন, দুর্নীতির প্রসঙ্গ তুললে আগে দেখতে হবে বেতন-ভাতা বর্তমান সময়ে টিকে থাকার মতো পর্যাপ্ত কিনা। নইলে সিস্টেমিক দুর্নীতি দমন করা সম্ভব নয়।
 

সর্বশেষ