শুধু অতীত নয়, বর্তমানের দুর্নীতিও থামাতে হবে: জ্বালানি উপদেষ্টা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দুর্নীতি রোধ করার জন্য আইন প্রণয়ন করা হয়, অথচ এ দেশে আইন ও নীতি নির্ধারণের মাধ্যমেই দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।