রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা
ডেঙ্গু শনাক্ত ৬৪ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৯, ১৬ আগস্ট ২০২৫

প্রকল্প বাস্তবায়নে ব্যয় নিয়ন্ত্রণ জরুরি: জ্বালানি উপদেষ্টা

প্রকল্প বাস্তবায়নে ব্যয় নিয়ন্ত্রণ জরুরি: জ্বালানি উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নের খরচ অন্য অনেক দেশের তুলনায় বেশি উল্লেখ করে ব্যয় কমানোর তাগিদ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (১৬ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রকল্প ব্যয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বেশি। বিশেষ করে সড়ক অবকাঠামোর ক্ষেত্রে ব্যয় অস্বাভাবিকভাবে বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা। অনেক প্রকল্প ১৭-১৮ বছরেও শেষ হয় না, যা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘সমস্যা শুধু অতিরিক্ত ব্যয় নয়, সময়মতো প্রকল্প শেষ না হওয়াও বড় চ্যালেঞ্জ। এসব কারণে প্রকল্পের খরচ আরও বেড়ে যায়। আমরা আর দীর্ঘমেয়াদি, ব্যয়বহুল প্রকল্প বহন করতে পারব না।’

দেশের প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন ফাওজুল কবির খান। ‘আমাদের গ্যাসের মজুত কমে আসছে। সীমিত সম্পদের অপচয় এবং দুর্নীতি এই পরিস্থিতিকে আরও নাজুক করে তুলছে। প্রকল্পে অপচয় ও দুর্নীতি বন্ধ না হলে উন্নয়ন স্থায়ী হবে না,’—বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কর্নেল সুলতান মাহমুদ খান।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ