সোমবার, ২১ জুলাই ২০২৫

|৫ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ১৩ জুলাই ২০২৫

এনবিআর’ নামে আর কোনো সংস্থা থাকছে না: জ্বালানি উপদেষ্টা

এনবিআর’ নামে আর কোনো সংস্থা থাকছে না: জ্বালানি উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নামে আর কোনো সংস্থা থাকছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১৩ জুলাই) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় সংক্রান্ত অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, এনবিআরকে দুটি পৃথক বিভাগে ভাগ করা হয়েছে,  একটি ‘রাজস্ব নীতি বিভাগ’, অন্যটি ‘রাজস্ব বাস্তবায়ন বিভাগ’। দুই বিভাগের জন্য সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা হবে।

এ সময় ফাওজুল কবির বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের কিছু কর্মকর্তার আন্দোলন একপর্যায়ে সরকারবিরোধী রূপ নিয়েছিল। এতে রাজস্ব আদায় ও অর্থনীতির অগ্রগতি ব্যাহত হয়। তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল অর্থনৈতিক স্থিতিশীলতায় বিঘ্ন ঘটানো।’

তিনি আরও বলেন, ‘এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের আস্থা হারিয়েছেন। তবে তাদের কর্মতৎপরতার মাধ্যমেই সেই আস্থা পুনরুদ্ধার করতে হবে।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, অর্থনীতি এখনো কাঙ্ক্ষিত জায়গায় না পৌঁছালেও অনেকটাই গতি পেয়েছে।