বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ২১ জুলাই ২০২৫

ঢাকাসহ সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভবনা

ঢাকাসহ সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভবনা

ঢাকাসহ দেশের ৭টি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ০১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগের দিন, রোববার (২০ জুলাই), আরও একটি বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছিলেন—রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) এর মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেইসঙ্গে পরবর্তী ৫ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে, কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণ।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে বৃষ্টির প্রবণতা আরও কয়েক দিন থাকতে পারে।’
 

সর্বশেষ