সূচক বেড়ে শেয়ারবাজারে লেনদেন চলছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ জুলাই) দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হয়েছে সূচক বৃদ্ধির মাধ্যমে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫,০৭২ পয়েন্টে। ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে ৪ পয়েন্ট, তবে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৮৯৯ পয়েন্টে। এই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ১০০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।
এ সময়ে ডিএসইতে ২০৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৩টির, অপরিবর্তিত রয়েছে ৮৮টির।
সকালের লেনদেনে শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো: মুন্নু সিরামিক, অগ্নি সিস্টেম, মাগুরা মাল্টিপ্লেক্স, মনোস্পুল পেপার, সালাম স্টিল, শাইনপুকুর সিরামিক, সী পার্ল, সোনালী পেপার, এমএল ডায়িং ও বিচ হ্যাচারি।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল সাড়ে ১০টায় সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪,১০১ পয়েন্টে। এই সময় পর্যন্ত সিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৪৫ লাখ টাকার শেয়ার ও ফান্ড ইউনিট। এ সময় বেড়েছে ২২টি কোম্পানির দাম, কমেছে মাত্র ২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ার দর।
সকালের লেনদেন চিত্র বলছে—বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ সক্রিয় রয়েছে, এবং সূচকের গতি আপাতত ঊর্ধ্বমুখী।