বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ২১ জুলাই ২০২৫

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু
ছবি: ইন্টারনেট

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং চিকিৎসকদের পরামর্শে তিনি আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

রোববার এক বিবৃতিতে জানানো হয়, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে হঠাৎ অসুস্থতা অনুভব করেন। চিকিৎসা পরীক্ষায় তার অন্ত্রে প্রদাহ ও শরীরে পানিশূন্যতা ধরা পড়ে। ফলে রক্তনালীর মাধ্যমে তাকে তরল দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী, প্রধানমন্ত্রী তিন দিন বিশ্রামে থাকবেন। তবে তিনি বাসায় থেকেই নিয়মিত দাপ্তরিক কাজ পরিচালনা করবেন।’

এর আগেও নেতানিয়াহুর স্বাস্থ্যে জটিলতা দেখা গিয়েছিল। ২০২৩ সালে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়। পরে ডিসেম্বর মাসে মূত্রনালির সংক্রমণ ধরা পড়লে চিকিৎসকরা তার প্রোস্টেট অপসারণ করেন।

তবে সাম্প্রতিক অসুস্থতার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, এটি গুরুতর নয় এবং নেতানিয়াহু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সূত্র: রয়টার্স

সর্বশেষ