বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৩২, ১৭ জুলাই ২০২৫

রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

আকু (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) মাধ্যমে দুই বিলিয়ন ডলার পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেলেও, বাংলাদেশ ব্যাংকের সক্রিয় পদক্ষেপে তা আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

সম্প্রতি ২২টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে দুই কিস্তিতে মোট ৪৮৪ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রথম ধাপে ১৮টি ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন এবং পরবর্তীতে ২২টি ব্যাংক থেকে ৩১৩ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়, প্রতি ডলারের মূল্য ধরা হয় ১২১ টাকা ৫০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এই ডলারগুলো বিক্রি করা হবে না। এর মাধ্যমে বাজারে ডলারের দরপতন ঠেকানোর পাশাপাশি রিজার্ভ বাড়ানোর কৌশল নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

৭ জুলাই আকুর মাধ্যমে মে ও জুন মাসের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ নেমে আসে ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলারে। যদিও সেদিনই কেন্দ্রীয় ব্যাংক আশাবাদ ব্যক্ত করেছিল, রিজার্ভ দ্রুতই ৩০ বিলিয়নের ঘরে ফিরবে—যা এখন বাস্তব।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, বর্তমানে রিজার্ভ ৩০ দশমিক ০২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম-৬ অনুযায়ী হিসাব করলে তা ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

এদিকে রেমিট্যান্স প্রবাহও বাড়ছে। জুলাই মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১ দশমিক ১৯ বিলিয়ন ডলার। মাস শেষে এই অঙ্ক ২ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী মনে করেন, রেমিট্যান্সের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে এবং বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে ডলার কিনতে থাকলে, সময় লাগলেও দেশের রিজার্ভ পুনরায় ৪৬ বিলিয়নের ঘরে ফিরে আসবে।