রোহিঙ্গা সংকট সম্মেলন: কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’।
সোমবার সকাল ১০টা ২২ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস সম্মেলনে যোগ দিতে কক্সবাজারে পৌঁছান। বেলা ১১টায় ইনানীর হোটেল বে ওয়াচে তিনি মূল অধিবেশনে অংশ নেবেন। সেখানে তিনি রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, আশ্রয় ও সুরক্ষা নিয়ে আলোচনার নেতৃত্ব দেবেন।
এর আগে গত রোববার বিকেল ৪টায় উখিয়ার ইনানীর সেনাবাহিনীর হোটেল বে ওয়াচ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন হয়। প্রথম দিনে রোহিঙ্গা ক্যাম্প থেকে শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।
কক্সবাজারের এই আলোচনার ভিত্তিতেই আগামী ডিসেম্বরে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য রোহিঙ্গাবিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনের জন্য অবস্থানপত্র তৈরি করা হবে। এর আগে কক্সবাজার ও নিউইয়র্কে আলোচনার নথি পর্যবেক্ষণ করা হবে, যা পরবর্তীতে দোহা সম্মেলনে কার্যকর সিদ্ধান্ত হিসেবে উপস্থাপিত হতে পারে।



























