পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল: পরিবেশ উপদেষ্টা

সিলেটে ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল অথবা প্রশাসন নীরব ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে।
রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা।
সৈয়দা রিজওয়ানা বলেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর কথা শুনেছি। তবে প্রেক্ষিত জানি না। তার ছবি সরানোর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশনকে বলা হয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপদেষ্টা জানান, আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে ১০ বছরের জন্য তিস্তা মহা প্রকল্পের কাজ শুরু হবে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য।