সিলেটে রাতভর অভিযানে সাদা পাথর বোঝাই ১২০ ট্রাক জব্দ
সিলেটে ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় বুধবার রাতভর যৌথবাহিনীর অভিযানে সাদা পাথর বোঝাই ১২০ ট্রাক জব্দ করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার জানিয়েছেন, উদ্ধার হওয়া সাদা পাথর আবার প্রতিস্থাপন করা হবে আগের জায়গায়। জানা গেছে, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে যৌথবাহিনী আলাদা দুটি তল্লাশিচৌকি বসিয়ে পাথর তোলা বন্ধে সার্বক্ষণিক নজরদারি রাখছে।