বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ১৫ আগস্ট ২০২৫

আপডেট: ১০:২৯, ১৫ আগস্ট ২০২৫

ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর ঢাকায় উদ্ধার

ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর ঢাকায় উদ্ধার
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া সাদাপাথর প্রায় ৪০ হাজার ঘনফুট ঢাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর ডেমরার সারুলিয়া শুকুরসী ঘাট এবং নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়।

র‌্যাব-১১-এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, চলমান অভিযানের অংশ হিসেবে ডেমরার সারুলিয়া এলাকার সাতটি প্রতিষ্ঠান থেকে আস্ত ও ভাঙা দুই ধরনের পাথর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানগুলোর মালিকদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।

র‌্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব পাথর উদ্ধার হয়। র‌্যাব কর্মকর্তার ভাষ্যমতে, সম্প্রতি ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা মূল্যের দুই লাখ ঘনফুট সাদা পাথর এবং প্রায় ২৪০ কোটি টাকা মূল্যের ছয় লাখ ঘনফুট বালু চুরি হয়েছে।

তিনি আরও জানান, লুট করা এসব পাথর স্থানীয়ভাবে জমা রেখে পরে ভাঙার জন্য বিভিন্ন মেশিনে পাঠানো হতো।

সর্বশেষ