বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৬, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:০৭, ১৪ আগস্ট ২০২৫

এক সপ্তাহের মধ্য সাদা পাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

এক সপ্তাহের মধ্য সাদা পাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর সাত দিনের মধ্যে আগের স্থানে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি, পাথর লুটের ঘটনায় জড়িতদের তালিকা আদালতে জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিট আবেদনটি করেন সরওয়ার আহাদ, আর শুনানিতে অংশ নেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সিলেটের অন্যান্য পাথর কোয়ারির মতো ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায়ও শুরু হয় ব্যাপক লুটপাট। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে এ লুটপাটের অভিযোগ ওঠে। সম্প্রতি এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে দুদকসহ স্থানীয় প্রশাসন সক্রিয় হয়।
 

সর্বশেষ