ভোলাগঞ্জে সাদা পাথর লুটে হাইকোর্টে রিট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী এ রিট দায়ের করেন। রিটে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভোলাগঞ্জে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশনা চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
এছাড়া, সাদা পাথর লুটে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারিরও আবেদন করা হয়েছে।
আইনজীবী মীর একেএম নূরুন নবী জানান, আজ হাইকোর্টে রিটটি উপস্থাপনের চেষ্টা করবেন।
প্রসঙ্গত, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন হয়েছে। দিনের বেলায় স্থানীয় প্রশাসনের সামনেই এসব পাথর তোলা হলেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।