বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১২, ১৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:৩০, ১৩ আগস্ট ২০২৫

ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে দুদকের অভিযান

ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে দুদকের অভিযান
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় লুট হওয়া পাথর উদ্ধারে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযানে নেমেছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে ওই এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতেই কমিশন এই অভিযান পরিচালনা করছে।

সর্বশেষ