আগামী বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে এই ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি জানান, স্থগিত পরীক্ষার নতুন তারিখ নিয়মিত পরীক্ষা শেষ হওয়ার পর জানানো হবে।
একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছয়টি দাবিতে বিক্ষোভ শুরু করে। এসব দাবি যথার্থ ও যৌক্তিক বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।
এর আগে সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুল চলছিল এবং ভবনে বিপুলসংখ্যক শিক্ষার্থী অবস্থান করছিল। দুর্ঘটনার পরপরই ভবনে আগুন ধরে যায়, যা ভয়াবহ রূপ নেয়। এর জেরে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয় এবং পরে আরও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়।