বন্যা সত্ত্বেও স্থগিত নয় এইচএসসি পরীক্ষা, সিদ্ধান্ত সন্ধ্যায়
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিলেও আগামীকাল বুধবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা পূর্বঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।