বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৫, ২৪ জুলাই ২০২৫

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ
ছবি: ইন্টারনেট

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই নীতিমালা প্রকাশ করা হয়।

নীতিমালায় বলা হয়েছে, যেকোনো শিক্ষাবর্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা, যারা চলতি বছর বা আগের দুই বছর দেশের যেকোনো শিক্ষা বোর্ড বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবেন।

বিদেশি বোর্ড থেকে উত্তীর্ণদের ক্ষেত্রে বোর্ড কর্তৃক মান নির্ধারণের পর ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ থাকবে।

ভর্তি হবে শুধুমাত্র মেধার ভিত্তিতে-
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো ধরনের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। ভর্তি সম্পূর্ণরূপে শিক্ষার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পন্ন হবে।

প্রতিষ্ঠানে ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য মোট ২ শতাংশ এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

এই সংরক্ষিত কোটায় ভর্তির জন্য নির্দিষ্ট প্রমাণপত্র যেমন গেজেটের সত্যায়িত কপি এবং মুক্তিযোদ্ধা সনদের মূল কপি জমা দিতে হবে। প্রাপ্য শিক্ষার্থী না পাওয়া গেলে সংরক্ষিত আসনে মেধা তালিকা থেকে ভর্তি নিশ্চিত করতে হবে; কোনো আসন শূন্য রাখা যাবে না।

কোনো কোটা নেই জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের জন্য-
নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জুলাই অভ্যুত্থানে আহত বা নিহতদের পরিবারের সদস্যদের জন্য কোনো আলাদা কোটা রাখা হয়নি।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ