বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

|১৩ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ঐকমত্য কমিশন ঐক্য নয়, অনৈক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে: সালাহউদ্দিন আহমদ
‘দেশকে এগিয়ে নিতে ব্যক্তিচিন্তা বাদ দিয়ে জাতীয় অগ্রাধিকারকে তুলে ধরুন’
আ.লীগকে নির্বাচন ফিরিয়ে আনার সাহস জাপা কোথা থেকে পায়: নাহিদ ইসলাম
হাসিনা ফ্যাসিবাদের সূচনা করে ২৮ অক্টোবর : রিজভী কবির রিজভী
দুই বিমান হারিয়ে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন রণতরি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার
নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশনের
সংসদ নির্বাচনের আগে গণভোট নয়: বিএনপি
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ
আওয়ামী লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে: মাহফুজ আলম
নিজেই সাজিয়েছেন নিজের অপহরণের নাটক: জিএমপি
ট্রাম্পের নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৯, ১৬ অক্টোবর ২০২৫

এইচএসসি ও সমমানে ফেল ৫ লাখেরও বেশি শিক্ষার্থী

এইচএসসি ও সমমানে ফেল ৫ লাখেরও বেশি শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ৫ লাখেরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে সব শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ ফেল করেছে।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। আর ফেল করেছে ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী।

ফল প্রকাশের পর থেকেই পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। তবে প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়নি।

এবারের ফলাফলে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ও শতাংশ গত বছরের তুলনায় বেড়েছে বলে শিক্ষা বোর্ডের সূত্র জানিয়েছে। শিক্ষাবিদদের মতে, করোনাকাল পরবর্তী শিক্ষাব্যবস্থার ঘাটতি ও প্রস্তুতির অভাবই এর অন্যতম কারণ।

সদ্য সংবাদ/এমটি