রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪২, ২০ জুলাই ২০২৫

এনসিপিসহ নিবন্ধনপ্রত্যাশী ৮২ দলকে চিঠি দিয়েছে ইসি

এনসিপিসহ নিবন্ধনপ্রত্যাশী ৮২ দলকে চিঠি দিয়েছে ইসি
ফাইল ছবি

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ৮২টি দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব দল প্রাথমিক যাচাইবাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় ইসি তাদেরকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

রোববার (২০ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্। তিনি বলেন, “প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হয়েছিল। এখন দ্বিতীয় ধাপে ৮২টি দলকে চিঠি পাঠানো হচ্ছে। প্রতিটি দলকে তথ্য জমা দিতে ১৫ দিন সময় দেওয়া হয়েছে।”

এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। পরে এনসিপিসহ কয়েকটি দলের অনুরোধে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

নিবন্ধন পেতে হলে নির্বাচন কমিশনের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, একটি রাজনৈতিক দলের থাকতে হবে কেন্দ্রীয় কমিটি, দেশের এক-তৃতীয়াংশ জেলায় এবং অন্তত ১০০টি উপজেলায় সক্রিয় কমিটি। প্রতিটি কমিটিতে ২০০ জন ভোটারের স্বাক্ষরসহ সমর্থনের প্রমাণ জমা দিতে হয়।

এছাড়াও, কোনো দলের সদস্য যদি আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন বা কোনো নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেয়ে থাকে, সেটিও নিবন্ধনের জন্য যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। এসব শর্ত পূরণ না করায় সংশ্লিষ্ট দলগুলোকে ব্যাখ্যা ও প্রমাণপত্র জমা দিতে বলা হয়েছে।

সম্পর্কিত বিষয়: