মারা গেছেন সাংবাদিক শামীম আহমেদ

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি, প্রখ্যাত সাংবাদিক শামীম আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তার ছোট ভাই ও ডিআরইউ-এর স্থায়ী সদস্য রাশেদ আহমেদ মিতুল জানান, বাদ আছর খিলগাঁও চৌধুরী পাড়ার মাটির মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাংবাদিক শামীম আহমেদ দীর্ঘ কর্মজীবনে বহুমুখী দায়িত্ব পালন করেছেন। তিনি ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসে প্রেস মিনিস্টার ছিলেন। একইসঙ্গে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব)-এর সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া বার্তা সংস্থা ইউএনবিতে চিফ অব করেসপন্ডেন্টস এবং সিটি এডিটর হিসেবেও কাজ করেছেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। শোক জানিয়েছে ডিক্যাব-ও। সংগঠনটির সভাপতি একেএম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন এক বিবৃতিতে বলেন, ‘শামীম আহমদ ছিলেন সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। পেশাগত সততা, নিষ্ঠা ও নেতৃত্বগুণে তিনি ছিলেন অনুকরণীয়। তিনি শুধু দক্ষ সাংবাদিকই ছিলেন না, ছিলেন সংগঠক, অভিভাবক ও বন্ধু।’
সাংবাদিক শামীম আহমেদ রেখে গেছেন তার মা, চার ভাই, তিন বোনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারাল।