জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ

জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। বৃহস্পতিবার সকালে বনশ্রীর আজকের পত্রিকা অফিসে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। তবে এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা থানায় তাঁর ছেলে ঋত সরকার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, বিভুরঞ্জন সরকার মোবাইল ফোন সঙ্গে নেননি। ফলে প্রযুক্তিগতভাবে তাঁর অবস্থান জানা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং অন্যান্য সূত্র থেকেও খোঁজ নেওয়া হচ্ছে।
পরিবার জানিয়েছে, সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজ নেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি। আজকের পত্রিকা সূত্রে জানা যায়, ১৬ আগস্ট থেকে তিনি সাত দিনের ছুটিতে ছিলেন।
বিভুরঞ্জন সরকারের ভাই চিররঞ্জন সরকার ফেসবুকে লিখেছেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি অফিসে যাওয়ার কথা বলে বের হলেও পরে জানা যায়, অফিসে যাননি। কোথাও তাঁকে দেখা যায়নি। রাত ১টা পর্যন্ত বাসায় ফেরেননি।
শুক্রবার দুপুরে চিররঞ্জন সরকার বলেন, ‘এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। কারও সঙ্গে শত্রুতা ছিল বলেও জানা নেই। আমরা পরিবার ভীষণ উদ্বেগের মধ্যে আছি’।