বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩১, ২ আগস্ট ২০২৫

ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম

ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট–এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জনসংযোগ ও মিডিয়া বিশেষজ্ঞ মো. কামরুল ইসলাম। 

শনিবার (২ আগস্ট) এক অফিস আদেশে তাকে এই দায়িত্ব দেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

কামরুল ইসলাম বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রায় তিন দশকের বেশি সময় ধরে তিনি কৌশলগত যোগাযোগ, মিডিয়া ম্যানেজমেন্ট এবং ব্র্যান্ডিংয়ে কাজ করছেন। এর আগে তিনি ইউনাইটেড এয়ারওয়েজ এবং জিএমজি এয়ারলাইন্সে জনসংযোগ ও মার্কেটিং বিভাগে নেতৃত্ব দিয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী কামরুল ইসলাম পেশাগত জীবনের পাশাপাশি লেখালেখিতেও সক্রিয়। বিমান ও পর্যটন বিষয়ক তার বই “Blackbox” পাঠকের প্রশংসা কুড়িয়েছে। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় তার প্রায় ১০০টি কলাম প্রকাশিত হয়েছে।

তিনি একজন জনপ্রিয় পাবলিক স্পিকার, যিনি নিয়মিত টকশো, সেমিনার ও কমিউনিকেশন বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন। তার কাজের স্বীকৃতি হিসেবে ‘অ্যাভিয়েশন পার্সোনালিটি অব দ্য ইয়ার–২০২৪’সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

ছাত্রজীবনেও তিনি ছিলেন সক্রিয়—সাস্ট ছাত্র সংসদ (শাকসু)–এর জিএস (১৯৯৪–৯৫) ছিলেন এবং পরবর্তীতে সাস্ট ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন (২০১৯–২১)। তিনি জাতীয় প্রেসক্লাবের সদস্যও।

ঢাকা পোস্টে তার এই নতুন দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির নির্বাহী সম্পাদক হারুন জামিলসহ সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। নতুন দায়িত্বে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং বলেন, ‘ঢাকা পোস্টের সম্পাদকীয় দায়িত্ব আমার জন্য গর্বের। পেশাগত দক্ষতা এবং সততার মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে চাই।’