শেখ হাসিনার ফেরা অসম্ভব: তাসনিম খলিল

নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল বলেছেন, তার ধারণা অনুযায়ী শেখ হাসিনার আর বাংলাদেশে ফেরা সম্ভব নয়। পতিত স্বৈরশাসকরা বিশ্বের কোথাও ফিরে আসেন না বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি `দ্য পোস্ট` আয়োজিত ‘সেই প্রশ্ন রেখে গেলাম’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের উত্তরে তাসনিম খলিল বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে যেসব স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হন, তাদের আর ফিরে আসার নজির নেই। তিনি বলেন, `যদি শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসেন, আওয়ামী লীগ যদি পুনরায় ক্ষমতায় ফিরে আসে, তাহলে রাজনৈতিক বিজ্ঞানের বহু বই ময়লার ঝুড়িতে ফেলতে হবে।`
তিনি বলেন, `বাংলাদেশকে আমরা অনেক সময় ব্যতিক্রম মনে করি, কিন্তু বাস্তবে আমরা একটি খুব সাধারণ, উপনিবেশোত্তর রাষ্ট্রের উদাহরণ মাত্র। আমাদের সমাজ ও রাজনীতিতে যা ঘটে, তা বিশ্বের অন্যত্র ইতিমধ্যে কোনো না কোনোভাবে ঘটেছে।`
রাজনৈতিক ইতিহাসের উদাহরণ টেনে তাসনিম বলেন, সামরিক অভ্যুত্থানে পতিত নেতারা মাঝে মাঝে ফিরে আসেন, কিন্তু গণ-অভ্যুত্থানে যাঁরা ক্ষমতাচ্যুত হন, তাদের ফিরে আসার নজির নেই। তিনি বলেন, `তাদের সন্তান-সন্ততিরা হয়তো বহু প্রজন্ম পর রাজনীতিতে ফিরতে পারে, কিন্তু পতিত স্বৈরশাসকের ফিরে আসা অসম্ভব।`
আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, `আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মৃত ২০১৮ সালেই। শেখ হাসিনার সময়েই দলটির পতন ঘটে। এরপর দল, রাষ্ট্র, পুলিশ ও গোয়েন্দা সংস্থা—সব একাকার হয়ে গিয়েছিল। এমনকি দলটির একটি ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করত ডিজিএফআই। এটা আর রাজনৈতিক দল ছিল না।`
তিনি আরও বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী জীবিত থাকা পর্যন্ত আওয়ামী লীগকে প্রতিরোধ করে যাবে।
এক প্রশ্নে বিএনপির ভবিষ্যৎ নিয়ে তাসনিম খলিল বলেন, `আমার তথ্যভিত্তিক ধারণা, বিএনপি আগামী কমপক্ষে তিন মেয়াদে ক্ষমতায় থাকবে। এটি দেশের জন্য ভালো না, বিএনপির নেতারাও তা জানেন। বিএনপি চায় একটি শক্তিশালী বিরোধী দল থাকুক। তবে আওয়ামী লীগের অবস্থা এমন যে তারা বিরোধী দল তো দূরের কথা, মুসলিম লীগের অবস্থানেও যেতে পারবে না।`
এ সময় তিনি বলেন, `আমরা অনেকে ভেবেছিলাম, এনসিপি একটি শক্তিশালী বিরোধী দলে রূপ নেবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এনসিপি এখন ‘সার্কাস পার্টিতে’ পরিণত হয়েছে।`