বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ১১:৪২, ২৩ জুলাই ২০২৫

উপদেষ্টাদের কেন শিক্ষার্থীরা ‘ভুয়া-ভুয়া’ বলে?: মাসুদ কামাল

উপদেষ্টাদের কেন শিক্ষার্থীরা ‘ভুয়া-ভুয়া’ বলে?: মাসুদ কামাল
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় গোটা দেশ শোকাহত। এ ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাসুদ কামাল বলেন, এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তারা ছিলেন নিষ্পাপ শিশু। তিনি জানান, এই নির্মম মৃত্যুকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার দাবি, নিহতের সংখ্যা বাড়ছে এবং বার্ন ইউনিটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক নেতারা বরং লোক দেখানো প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

তিনি আরও বলেন, হাসপাতালে অপ্রয়োজনীয় ভিড় পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। অথচ স্বাস্থ্য উপদেষ্টা বা প্রধান উপদেষ্টাকে হাসপাতালে দেখা যায়নি। অন্যদিকে, কয়েকজন উপদেষ্টা ও সহকারীরা সেখানে গিয়ে ছবি তোলায় ব্যস্ত ছিলেন।

মাসুদ কামাল প্রতিরক্ষা, শিক্ষা এবং স্বাস্থ্য এই তিন মন্ত্রণালয়ের ব্যর্থতার বিষয়টি তুলে ধরেন। শিক্ষা মন্ত্রণালয় প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দুর্ঘটনা ঘটেছে দুপুরে, অথচ এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে রাত ২টা ৪১ মিনিটে। বহু শিক্ষার্থী সকালে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে জানতে পারে পরীক্ষা স্থগিত হয়েছে, যা চরম অব্যবস্থাপনার উদাহরণ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চান, কোথায় ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা? এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে তার অনুপস্থিতিকে তিনি দুঃখজনক বলেও উল্লেখ করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রসঙ্গে মাসুদ কামাল জানান, বিধ্বস্ত বিমানটি চীনে তৈরি এবং ২০১৩ সালে কেনা। যদিও চীন ওই মডেলের বিমান তৈরি বন্ধ করেছে, তবু বাংলাদেশ শেষ গ্রাহক হিসেবে তা কিনেছে। তিনি বলেন, ৩৬টি বিমানের মধ্যে ৩টি ইতোমধ্যে বিধ্বস্ত হয়েছে, যা প্রায় ১০ শতাংশ হার। এ ধরনের ঝুঁকিপূর্ণ বিমান দিয়ে কেন প্রশিক্ষণ চালানো হচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, এসব বিমান কেনা হয়েছিল হাসিনা সরকারের সময়ে, এবং এতে অতিরিক্ত মূল্যে লক্কড়ঝক্কড় বিমান কিনে অর্থ পাচার করা হয়েছে। সামরিক কেনাকাটায় স্বচ্ছতা নেই বলেও তিনি মন্তব্য করেন।

ছাত্র আন্দোলন প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, নিহতদের নাম প্রকাশের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে, যা সরকারের প্রতি আস্থাহীনতারই ইঙ্গিত। তিনি জানান, ছাত্ররা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছে এবং উপদেষ্টাদের ভবনে অবরুদ্ধ করেছে, যা সরকারের জনসমর্থন হারানোর চিত্র স্পষ্ট করে।