শেখ মুজিবের শাসনামল নিয়ে সঠিক তথ্য প্রচার করা হচ্ছে ২০ শতাংশ

শেখ মুজিবুর রহমানের শাসনকাল নিয়ে প্রচলিত ধারণার মাত্র ২০ শতাংশ সত্য বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তার দাবি, বাকিটা ছিল অগোছালো ও দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডের ফল, যেখানে মুজিব তাঁর দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছিলেন।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘আমি নিজে মুজিবের শাসনকাল দেখেছি। বই পড়ে বা শোনা কথায় ইতিহাস বলছি না। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত ছিল এক দুর্বিষহ সময়। তখন মানুষ প্রচণ্ড কষ্ট করেছে। এখন যে যুক্তি দেখানো হয়, তার হয়তো ২০ শতাংশ সঠিক। বাকি ৮০ শতাংশই তার দলের নেতাদের অপকর্ম।’
স্বাধীনতার ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস একাধিকবার লেখা হয়েছে। আওয়ামী লীগ নিজেদের মতো করে লিখেছে। বামপন্থীরা আবার দুইভাবে লিখেছে একটি মার্কসবাদী দৃষ্টিভঙ্গি থেকে, অন্যটি পিকিংপন্থী ব্যাখ্যায়। ফলে প্রজন্ম আজ বই পড়ে স্বাধীনতার ইতিহাস চেনে, বই পড়ে শেখ মুজিবকে চেনে ‘
মাসুদ কামাল স্পষ্ট করে বলেন, তিনি শেখ মুজিবকে ‘মহামানব’ মনে করেন না। তার ভাষায়, ‘যেটা উনার কন্যা চেষ্টা করেছিলেন ওনাকে মানুষ থেকে মহামানব বানানোর সেটা ঠিক হয়নি। ইতিহাসে যার যা প্রাপ্য, তাকে ততটুকুই দিতে হবে। আজকে শেখ মুজিবকে নিয়ে অকারণে যত সমালোচনা করা হয়, তার এক-দশমাংশও করা হয় না গোলাম আজমকে নিয়ে।’