শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

শেখ মুজিবুর রহমান

শেখ মুজিবুর রহমান

ধানমণ্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার কয়েকজন

ধানমণ্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার কয়েকজন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার ধানমণ্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন অন্তত তিনজন, যাদের মধ্যে একজন নারী ও এক রিকশাচালকও রয়েছেন।সকাল ১১টার দিকে যাত্রাবাড়ী থেকে ফুলের তোড়া নিয়ে আসা রিকশাচালক আজিজুর রহমানকে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কর্মীরা আটকিয়ে মারধর করে এবং রিকশা ভাঙচুর করে। ফুলের তোড়ায় লেখা ছিল ‘১৫ই আগস্ট জাতীয় শোক দিবস’। কান্নাজড়িত কণ্ঠে আজিজুর জানান, দুই বছরের কষ্টের সঞ্চয় থেকে চারশ টাকায় ফুল কিনে তিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন।