মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ২৬ জুলাই ২০২৫

আপডেট: ১৮:২৯, ২৬ জুলাই ২০২৫

বঙ্গবন্ধু-জিয়াউর রহমানকে নিয়ে আপোস নয়: কাদের সিদ্দিকী

বঙ্গবন্ধু-জিয়াউর রহমানকে নিয়ে আপোস নয়: কাদের সিদ্দিকী
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে নিয়ে কোনো আপোষ করা হবে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা নতুন করে স্বাধীনতা বানাতে চাই না। বাংলাদেশ নিয়ে কোনো আপোষ হবে না। যারা ভালো থাকবে, যারা কথা দিয়ে কথা রাখবে, যারা মানুষের সঙ্গে ভালো আচরণ করবে এবং মানুষকে আপন ভাববে আমি তাদের গোলামি করবো। আমার কাছে এক নম্বর হলো আল্লাহর গোলামি, আর দুই নম্বর মানুষের গোলামি। এর মাঝখানে কিছু নেই।’

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এক সময় বলেছিলেন, মুক্তিযোদ্ধারা কথা বলতে চায়। আমিও কথা শুনতে চাই, কারণ কথার চেয়ে বড় শক্তি পৃথিবীতে আর কিছু নেই। বাজে কথার কোনো মূল্য নেই, তবে মূল্যবান কথার ভার বিচার করে বের করা যায় না। যদিও সবাই কথা বলতে পারে না।

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপোষ নয়, মুক্তিযোদ্ধাদের নিয়েও নয়। ‘জয় বাংলা’ আমাদের কণ্ঠে এ নিয়েও আপোষ করা যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নেতা, আমরা তার কর্মী। এখানে বঙ্গবন্ধুকে নিয়েও কোনো আপোষ নেই, জিয়াউর রহমানকেও আমরা অস্বীকার করি না। আমরা স্বাধীনতাকে দেখতে চাই, তাকে নতুন করে গড়তে চাই না।’

বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি তাদের সাধুবাদ জানাই।’