রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ৫ নভেম্বর ২০২৫

বিজয়ী ভাষণে নেহরুকে স্মরণ করলেন মামদানী

বিজয়ী ভাষণে নেহরুকে স্মরণ করলেন মামদানী
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর ভারতীয় বংশোদ্ভূত 'ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট' নেতা জোহরান মামদানী তার বিজয়ী ভাষণে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐতিহাসিক ‘ট্রিস্ট উইথ ডেসটিনি’ বক্তৃতাকে স্মরণ করেছেন।

বুধবার (৫ নভেম্বর) মেয়র নির্বাচিত হওয়ার পর বিজয়ী ভাষণে জওহরলাল নেহরুকে স্মরণ করেন তিনি।

১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার প্রাক্কালে দেওয়া নেহরুর দেয়া ভাষণের কথা উল্লেখ করে মামদানী বলেন, 'আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি জওহরলাল নেহরুর কথা মনে করছি। ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই আসে, যখন আমরা পুরাতন থেকে নতুনের পথে যাত্রা শুরু করি, যখন এক যুগের সমাপ্তি ঘটে এবং দীর্ঘকাল অবদমিত এক জাতির আত্মা তার উচ্চারণ খুঁজে পায়। আজ রাতে, আমরা পুরাতন থেকে নতুনের দিকে যাত্রা শুরু করেছি।'

তার এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে ঐতিহাসিক সচেতনতা ও সামাজিক পরিবর্তনের বার্তা। অনেক বিশ্লেষক মামদানীর এই জয়কে নিউ ইয়র্কের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।

বিজয়োত্তর ভাষণে তিনি জানান, তার নেতৃত্বে নিউ ইয়র্কে নতুন যুগের সূচনা হবে, যেখানে সাহসী ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিই হবে নীতিনির্ধারণের ভিত্তি।

উগান্ডার কাম্পালায় ১৯৯১ সালের ১৮ অক্টোবর জন্ম নেওয়া মামদানী বিশিষ্ট পণ্ডিত মাহমুদ মামদানী ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের সন্তান। উগান্ডা, দক্ষিণ আফ্রিকা ও পরে নিউ ইয়র্কে বেড়ে ওঠা এই তরুণ নেতা ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের বোডোইন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক সম্পন্ন করেন।

ছাত্রজীবনে ‘স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন (এসজেপি)’ চ্যাপ্টারের প্রতিষ্ঠা করেন তিনি। ব্যক্তিগত অভিজ্ঞতা ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে অবস্থান তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ