জ্বালানি স্থাপনায় রুশ হামলা, বিদ্যুৎহীন ইউক্রেনের বিভিন্ন এলাকা
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশে জ্বালানি স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। খবর রয়টার্স।
সোমবার (২০ অক্টোবর) ভোরে চালানো এ হামলার ফলে প্রদেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
চেরনিহিভবলেনের্গো নামে স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় একটি জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে সেটি চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কিনা, তা নিশ্চিত করা হয়নি। হামলার পর চেরনোবিল কেন্দ্রের পাশের প্রধান শহরসহ আশপাশের একাধিক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
কিয়েভ অঞ্চলের স্লাভুতিচ শহরের মেয়র ইউরি ফোমিচেভ টেলিগ্রামে জানান, হামলার পর শহরের একটি বড় অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। চেরনোবিল কেন্দ্র থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে পানির সরবরাহ ব্যবস্থা জরুরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চালু রাখা হয়েছে। বিদ্যুৎ পুনঃসংযোগে জরুরি সেবা দল কাজ করছে বলেও জানান তিনি।
রয়টার্স জানিয়েছে, সংস্থাটি স্বাধীনভাবে হামলার ঘটনা যাচাই করতে পারেনি। রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোতে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অপরদিকে ইউক্রেনও পাল্টা হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। গত শনিবার রাতে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সামারা অঞ্চলের একটি তেল শোধনাগার ও ওরেনবার্গ এলাকার একটি গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালায়।
সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসানের কোনো ইঙ্গিত এখনো মিলছে না। চলতি মাসের শুরুতে কিয়েভসহ দেশটির বিভিন্ন এলাকায় চালানো রুশ হামলায় ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
সদ্য সংবাদ/এমটি



























