রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ২০ অক্টোবর ২০২৫

হংকংয়ে রানওয়ে থেকে সাগরে ছিটকে পড়ল বিমান, নিহত ২

হংকংয়ে রানওয়ে থেকে সাগরে ছিটকে পড়ল বিমান, নিহত ২
ছবি: সংগৃহীত

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনায় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে একটি কার্গো বিমান। এতে বিমানবন্দরের দুইজন কর্মী নিহত হয়েছেন। তবে বিমানে থাকা চারজন ক্রু সদস্য জীবিত রয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, 'এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮' পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন 'এয়ার এ সি টি'। স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে দুবাই থেকে হংকংয়ে পৌঁছানোর পর উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায় এবং সাগরে গিয়ে পড়ে।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে রানওয়ের পাশে থাকা একটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে, এতে দুই গ্রাউন্ড স্টাফ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বিশ্বের অন্যতম ব্যস্ত এই কার্গো বিমানবন্দরের উত্তর রানওয়েটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিমানবন্দরের বাকি দুটি রানওয়ে সচল রয়েছে।

হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলন করবে বিমানবন্দর কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ