রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৩:৫৮, ১৯ অক্টোবর ২০২৫

রাফা সীমান্ত বন্ধ রাখার ঘোষণা নেতানিয়াহুর

রাফা সীমান্ত বন্ধ রাখার ঘোষণা নেতানিয়াহুর
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির পরও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে তেল আবিব এ পর্যন্ত ৪৭ বার লঙ্ঘন করেছে, এতে ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার রাফা সীমান্ত খুলে দেয়ার পরিকল্পনা স্থগিত করেছে ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস এখনও সব মৃত জিম্মির মরদেহ ফেরত দেয়নি, তাই সীমান্ত খোলা সম্ভব হচ্ছে না। এর ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাফা সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। শেজাইয়া, আল-তুফাহ ও যায়তুনেসেনা এলাকায় ইসরাইলি সেনা মোতায়েন অব্যাহত রয়েছে। খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করা হয়নি এবং বেইত লাহিয়া ও বেইত হানুনে ফিলিস্তিনিদের প্রবেশ এখনও নিষিদ্ধ।

যুদ্ধবিরতি চুক্তিতে রাফা সীমান্ত পুনরায় খোলা এবং মানবিক সহায়তা প্রবেশের শর্ত অন্তর্ভুক্ত ছিল। চুক্তি অনুযায়ী গাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করা এবং মানবিক সংকট লাঘব করা লক্ষ্য ছিল। তবে নেতানিয়াহুর সিদ্ধান্তে এটি স্থগিত হওয়ায় চুক্তির শর্ত পূর্ণ হচ্ছে না।

হামাস জানিয়েছে, সীমান্ত বন্ধ রাখলে বন্দিদের মরদেহ হস্তান্তরও বিলম্বিত হবে। এর মধ্যেই শনিবার রাতে যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় আরও দুই ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ