দোহায় বসছে পাকিস্তান-তালেবান বৈঠক, মধ্যস্থতায় কাতার
সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও আফগান মাটি ব্যবহারকারী অন্যান্য জঙ্গি গোষ্ঠী নিয়ে উত্তেজনা প্রশমনে পাকিস্তান ও আফগান তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তারা দোহায় বৈঠকে বসছেন। মধ্যস্থতায় রয়েছে কাতার।
শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, 'ইসলামাবাদ আলোচনায় প্রস্তুত যদি কাবুল পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আন্তরিকতা দেখায়। তিনি অভিযোগ করেন, আফগান মাটি থেকে সন্ত্রাসীরা এখনও অবাধে হামলা চালাচ্ছে এবং সাম্প্রতিক সীমান্তপারের হামলাগুলো পাকিস্তানের ধৈর্যসীমা অতিক্রম করেছে।'
শাহবাজ জানান, ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির শুরুতেই ইসলামাবাদ কাবুলকে জানিয়েছে তারা যদি আন্তরিক হয়, পাকিস্তান সংলাপে বসবে। বুধবার দুই দেশ সীমান্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যকর হয়।
পাক প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কাবুলের নিষ্ক্রিয়তার কারণেই কোনো অগ্রগতি হয়নি। পাশাপাশি তিনি দাবি করেন, সাম্প্রতিক হামলাগুলো ভারতের ইন্ধনে পরিচালিত।
উত্তেজনা প্রশমনে কাতার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এবং জানিয়েছে, পাকিস্তান ও আফগান তালেবান সরকারের মধ্যে সংলাপ পুনরুজ্জীবনে তারা গঠনমূলক ভূমিকা রাখতে চায়।
বর্তমানে তোরখাম ও চামান সীমান্ত বন্ধ রয়েছে। গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার অভিযোগের পর দুই দেশের মধ্যে সংঘাত তীব্র হয়। আফগান বাহিনীর পাল্টা হামলার জবাবে পাকিস্তান কাবুল ও কান্দাহারে বিমান হামলা চালায়।
চাপে পড়ে আফগান তালেবান সরকার সৌদি আরব ও কাতারের শরণাপন্ন হয়। ইসলামাবাদ জানায়, কাবুল নিরাপত্তা উদ্বেগে দৃশ্যমান পদক্ষেপ নিলে তবেই সংলাপ চলবে, নইলে আফগান ভূখণ্ডে অভিযান আবার শুরু হবে।
সদ্য সংবাদ/'এমটি



























