স্থানীয় সরকার নির্বাচনে হারলেও শক্ত অবস্থানে সোশ্যালিস্ট পার্টি
পর্তুগালের স্থানীয় সরকার নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে অভিবাসীবান্ধব দল সোশ্যালিস্ট পার্টি (পিএস)। যদিও সামগ্রিকভাবে প্রধান প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্রেট পার্টি (PSD) জোট এগিয়ে রয়েছে, তবুও আগের জাতীয় নির্বাচনের তুলনায় এবার নিজেদের অবস্থান মজবুত করেছে সোশ্যালিস্টরা।
গত ১২ অক্টোবর অনুষ্ঠিত হয় পর্তুগালের স্থানীয় সরকার নির্বাচন। ৩০৮টি মিউনিসিপ্যাল (পৌরসভা) ও ৩ হাজার ৯১টি ফ্রেগেসিয়া (উপ-পৌরসভা) এলাকায় একযোগে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ৩০৮টি পৌরসভার মধ্যে ১২৮টিতে জয় পেয়েছে সোশ্যালিস্ট পার্টি (পিএস), আর ১৩৬টি পৌরসভায় জয়ী হয়েছে ডানপন্থী সোশ্যাল ডেমোক্রেট পার্টি (পিএসডি) জোট।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর এবার স্থানীয় সরকার নির্বাচনে শক্ত অবস্থানে ফেরার ইঙ্গিত দিয়েছে সোশ্যালিস্ট পার্টি। বিশেষ করে অভিবাসীদের জন্য তাদের দীর্ঘদিনের নীতিনির্ধারণী কাজ অনেক ভোটারের সমর্থন এনে দিয়েছে।
অন্যদিকে, ২০১৩ সালের পর প্রথমবারের মতো ন্যাশনাল মিউনিসিপ্যাল কমিটির নেতৃত্বে ফিরেছে পিএসডি। লিসবন, পোর্তো, সিন্ত্রা, কাসকাইস ও গাইয়া—দেশটির সবচেয়ে বড় পাঁচটি পৌরসভায় জয়ের মাধ্যমে দলটি নিজেদের শক্তি পুনর্গঠনের বার্তা দিয়েছে।
তবে কট্টর ডানপন্থী দল শেগা এবারও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। প্রথমবারের মতো মাত্র তিনটি পৌরসভায় জয় পেয়েছে তারা।
নির্বাচনোত্তর বিশ্লেষণে পর্তুগালের প্রধান সংবাদপত্রগুলো জানিয়েছে, এই নির্বাচনের মাধ্যমে দেশটির দুই প্রধান রাজনৈতিক দল—পিএসডি ও পিএস—আবারও জাতীয় রাজনীতিতে প্রভাবশালী অবস্থান ধরে রেখেছে। ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এডি) জোটও স্থানীয় পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে পেরেছে বলে মনে করা হচ্ছে।
হাফিজ আল আসাদ/এমটি



























