রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১২:৪৬, ১০ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:৩০, ১০ অক্টোবর ২০২৫

নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন ট্রাম্প, আতঙ্কে নরওয়ে

নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন ট্রাম্প, আতঙ্কে নরওয়ে
ছবি: সংগৃহীত

শুক্রবার (১০ অক্টোবর) চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে নোবেল কমিটি। আর এ বছর নোবেল পুরস্কার পাওয়ার জন্য ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন তার নোবেল পাওয়া উচিত।

তবে ট্রাম্প নোবেল না পেলে তিনি কি করবেন এ নিয়ে আতঙ্কে আছে নরওয়ে। কারণ এ দেশটির নোবেল কমিটিই নোবেল বিজয়ী নির্ধারণ ও নাম ঘোষণা করে থাকে। যদিও নরওয়ের সরকারের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই।

ট্রাম্প যে কোনো কিছু করতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করে নরওয়ের স্যোশালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতির মুখপাত্র বলেছেন, ‘যে কোনো কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে উগ্রপন্থার দিকে নিয়ে যাচ্ছেন। বাক স্বাধীনতার ওপর হামলা করছেন। মাস্ক পরা সিক্রেট সার্ভিসের সদস্যদের প্রকাশ্যে রাস্তায় নামিয়েছেন মানুষকে কিডন্যাপ করতে। আদালত ও ইনস্টিটিউটের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছেন। যখন মার্কিন প্রেসিডেন্ট এমন উগ্র ও একনায়ক, আমাদের অবশ্যই যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।”

তিনি আরও বলেন, “নোবেল কমিটি স্বাধীন একটি সংস্থা। বিজয়ী নির্ধারণে নরওয়ের সরকারের সঙ্গে তাদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু আমি জানি না, ট্রাম্প এটি জানেন কি না। তার কাছ থেকে যে কোনো প্রতিক্রিয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”

সর্বশেষ