রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:৩৯, ৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:২৩, ৭ অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধ বন্ধের দ্বার প্রান্তে, বিশ্বাস নেতানিয়াহুর

গাজায় যুদ্ধ বন্ধের দ্বার প্রান্তে, বিশ্বাস নেতানিয়াহুর
ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি বিশ্বাস করেন গাজা যুদ্ধ বন্ধের দ্বার প্রান্তে রয়েছে। মার্কিন একটি পডকাস্টকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

মার্কিন সাংবাদিক বেন শাপিরো পডকাস্টে নেতানিয়াহুর সাক্ষাৎকার নিয়েছেন।

পডকাস্টে নেতানিয়াহু বলেন, 'অবশ্য গাজা যুদ্ধ শেষ করতে হবে। আমার বিশ্বাস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় অচিরেই অবসান ঘটতে যাচ্ছে।'

তিনি আরো বলেন, 'গাজায় যা চলছে, তা অচিরেই শেষ হবে। তবে সেজন্য বন্দী ইসরাইলিদের মুক্তি নিশ্চিত হতে হবে এবং হামাসের শক্তি ও শাসন শেষ হতে হবে।'

ইসরায়েলি প্রেসিডেন্ট বলেন, '৭ অক্টোবরের পর ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি হয়ে আবির্ভূত হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা হামাসের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে। তবে এখনো তারা পুরোপুরি পরাজিত হয়নি। একইভাবে আমরা হিজবুল্লাহ ও সিরিয়াকেও ঘুরে দাঁড়াবার মতো অবস্থায় রাখিনি। এমনিভাবে ইরানের পারমাণবিক কর্মসূচিও ধ্বংস করে দিয়েছি।'

সর্বশেষ