রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২৩:৫৪, ২ অক্টোবর ২০২৫

আপডেট: ২৩:৫৫, ২ অক্টোবর ২০২৫

ভারতে দুর্গা বিসর্জন দিতে গিয়ে নিহত ১৩ জন

ভারতে দুর্গা বিসর্জন দিতে গিয়ে নিহত ১৩ জন
ছবি: হিন্দুস্থান টাইমস

ভারতের মধ্যপ্রদেশে দুর্গা বিসর্জনের দিন ভয়াবহ দুটি দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জনই শিশু। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুর্গাপূজার শেষ দিনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উজ্জানের ইঙ্গোরিয়ায় দুর্গা বিসর্জন দিতে ভক্তরা ট্রাক্টর-ট্রলিতে করে যাচ্ছিলেন। এ সময় ১২ বছরের এক শিশু ভুল করে ট্রাক্টর চালু করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে চাম্বাল নদীতে পড়ে যায়। এতে ১২ শিশু নদীতে পড়ে যায়। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা অভিযান চালাচ্ছে।

একইদিন খানদাওয়া জেলার পান্দানা তেহসিলে আরেকটি দুর্ঘটনায় ১১ জন নিহত হন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয়রা জানান, আর্দলা ও জামিল গ্রামের ২০-২৫ জন ভক্ত ট্রাক্টর-ট্রলিতে চড়ে বিসর্জনে যাচ্ছিলেন। পথে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। সেখান থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৮ জন কিশোরী। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ডুবুরিরা পুকুরে তল্লাশি চালাচ্ছেন এবং ক্রেন দিয়ে ট্রাক্টরটি তোলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরটিতে অতিরিক্ত যাত্রী ছিল। অতিরিক্ত বোঝাইয়ের কারণেই এ দুর্ঘটনা ঘটে।

ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি নিহতদের পরিবারের জন্য চার লাখ রুপি করে ক্ষতিপূরণ এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন।

সূত্র: এনডিটিভি 
 

সর্বশেষ