রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা
ডেঙ্গু শনাক্ত ৬৪ হাজার ছাড়ালো

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:২১, ২ অক্টোবর ২০২৫

গাজামুখী ফ্লোটিলার ৩৯ নৌযান আটকে দিয়েছে ইসরায়েল

গাজামুখী ফ্লোটিলার ৩৯ নৌযান আটকে দিয়েছে ইসরায়েল
ছবি: রয়টার্স

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অন্তত ৩৯টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এসব নৌযানের যাত্রীদের মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও। সংগঠকদের দাবি, বৃহস্পতিবার পর্যন্ত মাত্র একটি নৌযান এখনো গাজার পথে রয়ে গেছে।

রয়টার্স যাচাইকৃত একটি সরাসরি সম্প্রচারে দেখা যায়, গভীর রাতে হেলমেট ও নাইট ভিশন গগলস পরে ইসরায়েলি সেনারা নৌযানগুলোতে প্রবেশ করছে। এ সময় যাত্রীরা লাইফ জ্যাকেট পরে হাত উঁচু করে বসে ছিলেন। অন্যদিকে, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত আরেকটি ভিডিওতে থুনবার্গকে ঘিরে রেখেছে সেনারা।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের নিরাপদে তাদের একটি বন্দরে নেওয়া হচ্ছে। তারা আরও দাবি করে, গ্রেটা থুনবার্গসহ সবাই সুস্থ ও নিরাপদ আছেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার তথ্য অনুযায়ী, আগস্টের শেষ দিকে যাত্রা শুরু করা এই বহরে ছিল ৪০টিরও বেশি বেসামরিক নৌযান। প্রায় পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবী এতে অংশ নেন। নৌযানগুলোতে ওষুধ ও খাদ্যসামগ্রী বহন করা হচ্ছিল। গাজার ওপর দীর্ঘদিনের ইসরায়েলি অবরোধের প্রতিবাদে এই পদক্ষেপকে সবচেয়ে আলোচিত প্রতীকী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ভূমধ্যসাগর পাড়ি দেওয়া এই ফ্লোটিলা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। তুরস্ক, স্পেন ও ইতালি নিজেদের নাগরিকদের সহায়তায় নৌযান ও ড্রোন পাঠায়। তবে ইসরায়েল বারবার হুঁশিয়ারি দিয়েছিল, নৌযানগুলো যেন ফিরে যায়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযানের নিন্দা জানিয়ে একে ‘সন্ত্রাসী তৎপরতা’ বলে আখ্যা দিয়েছে। ইস্তান্বুলের প্রধান প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, আটক ২৪ জন তুর্কি নাগরিকের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, ফ্লোটিলায় দুই কলম্বিয়ান আটক হওয়ার ঘটনায় তিনি ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধিদলকে বহিষ্কার করেছেন এবং মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও ইসরাইলি পদক্ষেপের তীব্র সমালোচনা করে জানান, তাদের ২৩ জন নাগরিককে আটক করেছে ইসরায়েলি সেনারা।

সূত্র: রয়টার্স

সর্বশেষ