শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ৬ জুলাই ২০২৫

আপডেট: ১৮:৫৫, ৬ জুলাই ২০২৫

ইতালির স্পন্সর ভিসা প্রার্থীদের জন্য সুখবর, ‘ক্লিক ডে’ ১ অক্টোবর

ইতালির স্পন্সর ভিসা প্রার্থীদের জন্য সুখবর, ‘ক্লিক ডে’ ১ অক্টোবর

২০২৫ সালের জন্য ইতালিতে স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিন ‘ক্লিক ডে’ নির্ধারণ করা হয়েছে আগামী ১ অক্টোবর। তার আগে পুরো জুলাই মাসজুড়ে আগ্রহীরা অনলাইনে আবেদন ফরম পূরণ করে তা সংরক্ষণের সুযোগ পাচ্ছেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে আবেদনকারীরা ফরম পূরণ করতে পারবেন। এই প্রস্তুতিমূলক ধাপ শেষ হবে ৩১ জুলাই। এরপর ১ অক্টোবর নির্ধারিত সময়ে শুরু হবে ‘ক্লিক ডে’, যেদিন জমা দেওয়া ফরমগুলো চূড়ান্তভাবে সাবমিট করা যাবে।

২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছর মেয়াদে ইতালি সরকার মোট ৪ লাখ ৫২ হাজার বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয়। এই পরিকল্পনার শেষ ধাপ হিসেবেই আসন্ন ক্লিক ডে অনুষ্ঠিত হবে।

তবে অভিবাসন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই সুযোগকে ঘিরে প্রতারক ও দালাল চক্র ফের সক্রিয় হয়ে উঠতে পারে। এজন্য বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে, যেন তারা শুধুমাত্র নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নিয়ে আবেদন করেন এবং দালালের মাধ্যমে কোনো প্রকার লেনদেন না করেন।

এদিকে, ইতালির বর্তমান সরকার ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত আরও পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচনায় মুখর হয়েছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। তারা বলছে, অভিবাসনবিরোধী প্রচারণার মাধ্যমে ক্ষমতায় আসা জর্জিয়া মেলোনির সরকার এখন নিজ অবস্থান থেকে সরে এসেছে এবং অভিবাসনের ফলে অপরাধ বৃদ্ধির অভিযোগও তুলেছে।