বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১২:৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে নিহতে সংখ্যা বেড়ে ৩১ 

বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে নিহতে সংখ্যা বেড়ে ৩১ 
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাডুতে অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপাতির সমাবেশে পদদলনের ঘটনায় শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জন। আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি। শনিবার (২৭ সেপ্টেম্বর) কারুর জেলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নিহতদের মধ্যে ১৭ জন নারী, ১৩ জন পুরুষ, ৫ জন বালিকা ও ৪ জন বালক রয়েছে। আহত ৫১ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ২৫ জন নারীকে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে অন্তত ৩০ হাজার মানুষ সমবেত হয়েছিল। বিজয়ের গাড়িবহর ছয় ঘণ্টা দেরিতে পৌঁছালে ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। চাপের মুখে অনেকেই জ্ঞান হারিয়ে পড়লে আতঙ্ক তৈরি হয় এবং তাতেই পদদলনের ঘটনা ঘটে।

বিজয় মাঝপথে বক্তৃতা বন্ধ করে অজ্ঞান হয়ে যাওয়া লোকজনকে সহায়তা করার চেষ্টা করেন এবং পানির বোতল ছুড়ে দেন। কিন্তু রাস্তাজুড়ে মানুষের ভিড় থাকায় অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

মুখ্যমন্ত্রী স্ট্যালিন নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন এবং একজন সাবেক বিচারপতিকে প্রধান করে তদন্ত কমিশন গঠন করেছেন।

বিজয় সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করে লিখেছেন, `আমার মন ভেঙে গেছে; আমি অসহনীয় কষ্ট ও দুঃখের মধ্যে আছি। নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।'

উল্লেখ্য, বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) এর সমাবেশে এর আগেও ভিড়ের চাপে প্রাণহানির ঘটনা ঘটেছে। গত বছরের অক্টোবরে দলের প্রথম সমাবেশেই অন্তত ছয়জন নিহত হয়েছিলেন।

সর্বশেষ