বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে নিহতে সংখ্যা বেড়ে ৩১
ভারতের তামিলনাডুতে অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপাতির সমাবেশে পদদলনের ঘটনায় শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জন। আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি। শনিবার (২৭ সেপ্টেম্বর) কারুর জেলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নিহতদের মধ্যে ১৭ জন নারী, ১৩ জন পুরুষ, ৫ জন বালিকা ও ৪ জন বালক রয়েছে। আহত ৫১ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ২৫ জন নারীকে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।