বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১২:১৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:২৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫

রাগাসার তাণ্ডবে নিহত ১৪, নিখোঁজ ১২৪

রাগাসার তাণ্ডবে নিহত ১৪, নিখোঁজ  ১২৪
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সুপার টাইফুন রাগাসা মঙ্গলবার স্থানীয় সময় তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েনে আছড়ে পড়েছে। শক্তিশালী ঝড় ও বন্যায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৮ জন এবং নিখোঁজ রয়েছেন ১২৪ জন।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে হুয়ালিয়েন জেলার গুয়াংফু এলাকায়, যেখানে নদীর স্রোতে একটি সেতু ভেসে গিয়ে পুরো গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় এক হাজার বাসিন্দা সেখানে আটকা পড়েছেন।

হুয়ালিয়েনের প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তবে পানিবাহিত তীব্র স্রোত এবং ধ্বংসস্তূপের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ঝড়টি সোমবার প্রথমে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বাতানিজ দ্বীপে ঘণ্টায় প্রায় ২৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। সেখান থেকে এটি দ্রুত তাইওয়ানের উপকূলের দিকে অগ্রসর হয়। বর্তমানে রাগাসা চীনের দক্ষিণ উপকূল ও এশিয়ার অন্যতম আর্থিক কেন্দ্র হংকংয়ের দিকে এগোচ্ছে।

তাইওয়ান ও হংকংয়ে প্রবল ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত হলেও হুয়ালিয়েন ছাড়া অন্য কোথাও হতাহতের খবর মেলেনি। বিজ্ঞানীরা বলছেন, নিম্নচাপ থেকে জন্ম নেওয়া রাগাসা ব্যাপক শক্তি সঞ্চয় করে ভয়াবহ সুপার টাইফুনে রূপ নিয়েছে।

সর্বশেষ