বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী জড়িত ছিলেন বিমান ছিনতাইয়ে

নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী জড়িত ছিলেন বিমান ছিনতাইয়ে
ছবি: সংগৃহীত

নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কার্কি। দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি তাকে ব্যাপক জনপ্রিয়তা দেয়। এবার 'জেন-জি' আন্দোলন সামাল দিতে না পেরে কে.পি. শর্মা ওলির পদত্যাগের পর তিনি হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। সুশীলা কার্কি দেশটির ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী।

দায়িত্ব নেওয়ার পর আলোচনায় এসেছে তার ব্যক্তিজীবনও। জানা গেছে, তার স্বামী দুর্গা প্রসাদ সুবেদী জড়িত ছিলেন নেপালের ইতিহাসের অন্যতম আলোচিত বিমান ছিনতাই ঘটনায়।

১৯৭৩ সালের ১০ জুন রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমানে ছিনতাই করে ভারতীয় ভূখণ্ডে নামাতে বাধ্য করা হয়। বিমানে বলিউড অভিনেত্রী মালা সিনহাও ছিলেন যাত্রী হিসেবে। সরকারি ব্যাংকের প্রায় ৪০ লাখ রুপি ছিনিয়ে নিয়ে তা নেপালি কংগ্রেসের আন্দোলনে অর্থ জোগাড়ে ব্যবহার করা হয়। এই পরিকল্পনার পেছনে ছিলেন নেপালের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা। দুর্গা প্রসাদ পরে গ্রেপ্তার হলেও ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থার সময় তিনি মুক্তি পান।

ভারতের বেনারস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় সুশীলা কার্কি ও দুর্গা প্রসাদের পরিচয় হয়। তাদের ঘরে একটি সন্তান রয়েছে।

সর্বশেষ