বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

প্রকাশিত: ০০:৫০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:২২, ১৩ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি
ছবি: সংগৃহিত

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ভবনে বিশেষ এক অনুষ্ঠানে দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। নেপালের রাজনৈতিক ইতিহাসে তিনিই প্রথম নারী প্রধানমন্ত্রী।

নেপালি গণমাধ্যম হিমালয়ান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির রাষ্ট্রপতির বাস ভবন 'শীতল নিবাস' এ রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি রাম সহায় যাদব ও নিরাপত্তা বাহিনীর প্রধান অশোক রাজ সিগদেল।

রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীসহ তিন সদস্যের একটি মন্ত্রিসভা গঠনের প্রস্তাব করেছিলেন ও তাঁদেরও একই সঙ্গে শপথ গ্রহণের পরিকল্পনা ছিল। তবে মন্ত্রী পদে কারা থাকবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কার্কি আপাতত সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিজেই পালন করবেন।

২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কি বিচার বিভাগে দুর্নীতিবিরোধী অবস্থানের জন্য বেশ পরিচিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকরণ ও দুর্নীতির অভিযোগে দেশজুড়ে তীব্র আন্দোলন ছড়িয়ে পরে। “জেন জেড” নামে পরিচিত তরুণদের নেতৃত্বে হওয়া এ বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত এবং দেড় হাজারের মতো আন্দোলনকারী আহত হন। পরিস্থিতি সামাল দিতে না পেরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলি।