বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১১:৩০, ২১ আগস্ট ২০২৫

তেলেঙ্গানায় একই পরিবারের পাঁচজনের মৃতদেহ উদ্ধার

তেলেঙ্গানায় একই পরিবারের পাঁচজনের মৃতদেহ উদ্ধার
প্রতীকী ছবি

ভারতের দক্ষিণী তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে একই পরিবারের পাঁচ সদস্যের লাশ উদ্ধার করেছে মেট্রোপুলিশ। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন এক দম্পতি, তাদের মেয়ে, মেয়ের জামাই ও নাতনি। 

স্থানীয় মিয়াপুর থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘মাহবুবপেট এলাকার মাকথায় একই পরিবারের পাঁচজনকে মারা যাওয়া অবস্থায় পাওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’ 

এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে এবং কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে হায়দরাবাদে একই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। সে ঘটনায় এক দম্পতি তাদের দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করে নিজেরাও আত্মহত্যা করেছিলেন। ওই ঘটনায় ৪৪ বছর বয়সী পুরুষ ও তার ৩৫ বছর বয়সী স্ত্রীর লাশ আলাদা কক্ষে পাওয়া যায়। শিশুদের লাশ ছিল বিছানায়।